নিজস্ব প্রতিনিধি ঃ বান্দরবান সীমান্তে উত্তেজনা বাড়ছে, লোকজনের চলাচল বন্ধ। গত ২ দিন সীমান্তে গুলাগুলি বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় মায়ানমার আর্মি এবং আরাকান আর্মির মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। সীমান্তে রিইনফোর্সমেন্ট করতে দেখা গেছে মায়ানমার সেনাবাহিনীকে।এছাড়া রেজু সীমান্তের কাছে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
উত্তেজনা বাড়তে থাকায় বাংলাদেশের সীমান্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গত ১৫ দিন থেকে এই সড়কটি নির্মাণ কাজ বন্ধ আছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে লোকজনদের যাতায়াত বন্ধ করে দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। সীমান্ত এলাকার পাহাড়গুলো থেকে গাছ, বাঁশ, লাকড়ি ইত্যাদি সংগ্রহকারী দিনমজুররা এখন সেখানে যেতে পারছে না।