মামুন মোল্লা খুলনা ঃ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর, জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিমা বেগম এনডিসি, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন।
মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা; খুলনাস্থ বিভিন্ন সরকারী দপ্তর, বাহিনীর কর্মকর্তাগণ, সুধি সমাজ, সংবাদকর্মী, জনপ্রতিনিধি সহ অনেকে। পুলিশ সুপার, খুলনা তার বক্তব্যে খুলনা জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন একইসাথে খুলনা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য মানবাধিকার সমুন্নত রেখে প্রতিনিয়ত পুলিশি সেবা প্রদান করে যাচ্ছে মর্মে উপস্থিতিদের আশ্বস্ত করেন।