কুটনৈতিক প্রতিবেদক ঃ লন্ডনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৮৩ সালে এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রিটেনের রানী এলিজাবেথ। ৪ দিনের সফরে রানী এলিজাবেথ বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এবং তখন তিনি বাংলাদেশের উর্ধতন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।