কেএমপি’র পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের মহড়া অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ১০ সেপ্টেম্বর, সকাল ১০ টা ৫ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।

উক্ত অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক মহড়ায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) শেখ ইমরান এবং সহকারী পুলিশ কমিশনার (আরও) মোঃ আজম খান-সহ বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *