প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে উন্নতি করতে জাপান সফরে যাবেন

Uncategorized জাতীয়

কুটনৈতিক প্রতিবেদক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে উন্নতি করতে জাপান সফরে যাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের শেষ দিকে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও সফর করবেন তিনি।

দুদেশই চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত স্তরে নিয়ে যেতে।১৯৭৩ থেকে এ পর্যন্ত জাপান প্রায় ২৮০০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং এরমধ্যে ১৭৫০ কোটি ডলারের বেশি ছাড় করেছে।

৪৩টি ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স প্যাকেজের অধীনে এই অর্থ দেওয়া হয়েছে এবং এর সুদের হার মাত্র শূন্য দশমিক ৬৫।জাপান থেকে অর্থ নেওয়ার সুবিধা হচ্ছে এটি শর্তযুক্ত নয় এবং তাদের রাজনৈতিক কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই।

জাপান থেকে অস্ত্র সংগ্রহ করবে বাংলাদেশ, এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, এখন আর দেশটির ওপর কোনও সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই।

আমাদের অস্ত্র সংগ্রহের উৎস যে বহুমুখী করার পরিকল্পনা রয়েছে সেখানে আমরা জাপানকে চিন্তা করতে পারি।মিৎসুবিশি কোম্পানি এ বিষয়ে আগ্রহী এবং তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, ভবিষ্যতে এগুলো আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *