নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন আ’লীগের সুবাস বোস,স্বতন্ত্র ফয়জুল আমির লিটু

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী সুবাস চন্দ্র বোস,স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু প্রতিদন্দিতা করবেন। এমনটা নিয়ে নড়াইলে চলছে নানা আলোচনা সমালচনার ঝড় কে হচ্ছেন,জেলা পরিষদের চেয়ারম্যান। নড়াইল জেলা আওয়ামী-লীগের সভপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্ৰ বোস এর সাথে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে প্রতিদন্দিতা করবেন,সৈয়দ আশরাফ আলী’র কৃতি সন্তান,সৈয়দ ফয়জুল আমির লিটু,নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান,সাবেক সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগ,সাবেক সাধারন সম্পদক লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগ,সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান,সভাপতি লোহাগড়া পাইলট স্কুল, সাবেক সভাপতি নোয়াগ্রাম ইউনিয়ন যুবলীগ,সাবেক সহ-সভাপতি মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ভোটার রয়েছেন ৫৫২ জন। ৪টি কেন্দ্রে ভোটার’রা ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সদরে ২টি এবং লোহাগড়া ও কালিয়া উপজেলায় একটি করে কেন্দ্র থাকবে। উল্লেখ্য,গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী (১৭ অক্টোবর) দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর,মনোনয়নপত্র যাচায় বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ,রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন,এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার দায়ীত্ব পালন করবেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *