সামরিক বিশ্লেষক ঃ অত্যাধুনিক মার্কিন অস্ত্র কিনতে বাংলাদেশকে সামরিক ঋণ দিতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ৪৬ তম আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে উপস্হিত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনা এ. ওয়েলটন।
যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্র কেনার ক্ষেত্রে সিলেক্টিভ আইটেম এর পরিবর্তে বাংলাদেশের সার্বিক সামরিক উন্নয়ন হয় এমন সমরাস্ত্র চিহ্নিত করতে বলেছেন তিনি।
তবে অস্ত্র কেনার আগে যুক্তরাষ্ট্রের সাথে ২টি সামরিক চুক্তি করতে হবে বলে জানিয়েছেন তিনি, যেগুলো হল Acquisition and Cross-Servicing Agreement (ACSA) এবং General Security of Military Information Agreement (GSOMIA).