নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন স্টার বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
বেকারিতে মেয়াদবিহীন বেকিং পাউডার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, নন ফুড গ্রেড ফ্লেবার, মোড়কজাতকরণের বিধিমালা অমান্য করা সহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া কালিবাড়ি রোডে নিউ বিক্রমপুর সুইটমিটকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে একটি টিম, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।