আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড প্রথমবারের মতো তাদের তৈরি করা জাহাজ যুক্তরাজ্যে রফতানি শুরু করেছে

Uncategorized আন্তর্জাতিক


নিজস্ব প্রতিবেদক ঃ আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে
প্রথমবারের মত যুক্তরাজ্যে তাদের তৈরি করা জাহাজ রপ্তানি শুরু করেছে বলে জানা গেছে।

বাংলাদেশে নির্মিত ৬ হাজার ১০০ টন লোড ক্ষমতার উচ্চগতির মাল্টিপারপাস কনটেইনার শিপ যুক্তরাজ্যে রপ্তানি করেছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড।
যুক্তরাজ্য ভিত্তিক এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের চাহিদা অনুযায়ী জাহাজটি নির্মাণ করা হয়েছে।

জাহাজটি ভারী স্টিলের কয়েল, খাদ্যশস্য, কাঠ, কন্টেইনার সহ যে কোন ডেন্জারস কার্গো (নিউক্লিয়ার ওয়েস্ট ছাড়া) বহন করতে পারবে। এমনকি জাহাজটি বাল্টিক সাগরে ৪ ফুট বরফ স্তর ভেদ করে চলাচল করতে পারবে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয়েছে গতকাল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *