সীমান্তে মায়ানমারের মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন

Uncategorized আন্তর্জাতিক

সামরিক বিশ্লেষক ঃ সীমান্তে মায়ানমারের মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেল এক বাংলাদেশি নাগরিকের।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। অন্য থাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে। দুপুরে গরু আনতে গিয়ে অন্য থাইন ও আরও কয়েকজন যুবক অসাবধানতাবশত সীমান্তের কাঁটাতার পেরিয়ে মায়ানমারের ঢুকে পড়ে।

সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়।এতে তার বাম পা উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।
পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য মায়ানমার সেনাবাহিনী বরাবরের মত সিভিলিয়ান এরিয়ায় ল্যান্ড মাইন ব্যবহারের কথা অস্বীকার করে আসলেও তারা দেদারছে ল্যান্ড মাইন ব্যবহার করে চলেছে। ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর মায়ানমার আর্মি পুরো সীমান্ত জুড়েই নতুন করে ল্যান্ড মাইন প্লান্ট করে যাতে কোন রোহিঙ্গারা ফেরত যেতে না পারে। সীমান্ত এলাকার পাশাপাশি বিদ্রোহীদের সাথে যুদ্ধেও মাইনের যথেচ্ছ ব্যবহার লক্ষণীয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *