সামরিক বিশ্লেষক ঃ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে শেষ হল ২৪টি দেশের সবচেয়ে বড় সামরিক সম্মেলন।
বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল ইন্দোপ্যাসিফিকে নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার দৃঢ় বার্তা দিয়ে ২৪টি দেশের স্থল বাহিনীর নেতৃবৃন্দ এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।সেই সাথে এতবড় এই সম্মেলন সফলভাবে আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একটি আন্তর্জাতিক মানদন্ড স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ইউএস মিলিটারির সবচেয়ে বড় ফর্মেশন ইন্দো প্যাসিফিক ফ্লিটের প্রধান জেনারেল ফ্লিন।
অন্যদিকে এই সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বন্ধুর সংখ্যা বেড়েছে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।এছাড়াও এই সম্মেলনের পরবর্তী আয়োজক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধির কাছে আইপিএএমএস এর পতাকা যৌথভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ইউএস প্যাসিফিক ফ্লিটের প্রধান।
