মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ১৭ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টি পারপাস হলে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনকারী আর্থিক সেবা ‘নগদ’ কর্তৃক আয়োজিত গেট টুগেদার উইথ খুলনা রেঞ্জ অ্যান্ড খুলনা মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি, খুলনা রেঞ্জের ডিআইজি (কমান্ড্যান্ট) মহাঃ আশরাফুজ্জামান, বিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন এবং খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোল্লা মোহাম্মদ নিজাম উদ্দিন-সহ কেএমপি ও খুলনা রেঞ্জ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ‘নগদ’ এর অ্যাডিশনাল ডিরেক্টর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশন এম মাহাবুব আলম, পিপিএম।
‘নগদ’ এর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।
উক্ত মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন নগদ এর ডিরেক্টর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশন লেঃ কর্ণেল জনাব কাওসার শওকত আলী (অবঃ)।
ডাক বিভাগের ডিজিটাল লেনদেনকারী আর্থিক সেবা “নগদ” কর্তৃক আয়োজিত গেট গেট টুগেদার উইথ খুলনা রেঞ্জ অ্যান্ড খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সাথে আয়োজিত মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।
