মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ১৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯ টায় খুলনা জেলা স্টেডিয়ামে খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র ডপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ।
