সোনালী ব্যাংক ও বিএসটিআই এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর তেজগাঁওয়ে বিএসটিআই কার্যালয়ের সভাকক্ষে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার ও বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল। পরে দুই পক্ষের মধ্যে চুক্তিপত্র হস্তান্তর হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ই-অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে সেবাগ্রহীতারা বিএসটিআই এর যাবতীয় ফিসহ অন্যান্য সরকারি পাওনা সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *