নড়াইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি সহ ১২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ১৯ সেপ্টেম্বর, গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর তত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন বরাশুলা এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে অহিদুর রহমান সুজন (৩৬) কে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।

অপর এক অভিযানে নড়াইল রুপগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই (নি:) মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদকাসক্তকে আটক করেছে ।
অন্যদিকে, ডিবি পুলিশের এসআই (নিঃ) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ কালিয়া থানাধীন পার বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর-১১৫/২০ গ্রেফতারি পরোয়ানা মূলে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ লাহু শেখ (৩০) পিতা: মৃত তানশেন শেখ, সাং-পার বিষ্ণপুর, থানা: কালিয়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করে এবং নড়াইল সদর থানার এএসআই আনিস (নি:) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-৩১/১৬ গ্রেফতারি পরোয়ানা মূলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজী আলী আহমেদ (৩৫) কে নড়াইল সদর থানাধীন ঘোড়াখালি এলাকা হতে আটক করে। তিনি হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামের কাজী গোলজারের ছেলে।

এছাড়াও নড়াইল জেলার বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করেছে এবং কালিয়া ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন খড়রিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইজ্জার পূর্ব প্রস্তুতিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *