নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় লৌহজং উপজেলার মালিরংক বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার মনিটরিং করা হয়।
উক্ত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা কালে সিফাত রাইস স্টোরে দেখা যায় যে, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
আল আমিন স্টোরে দেখা যায় যে, জর্দার রঙের নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ বিক্রি করা হচ্ছে। দোকান দুইটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
লৌহজং থানা পুলিশের একটি টিম ও জেলা বাজার কর্মকর্তা এবি এম মিজানুল হক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।
