রামগতি উপজেলায় নৌ এ্যাম্বুলেন্স স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ নৌ এ্যাম্বুলেন্স স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন, রামগতি উপজেলা। রামগতি উপজেলা একটি প্রান্তিক উপজেলা। ৮টি ইউনিয়ন ও একটা পৌরসভা নিয়ে উপজেলাটি গঠিত।
এই উপজেলার একটি ইউনিয়ন চর-আবদুল্ল্যাহ, যেটি মূল ভূ-কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় ২-২.১৫ মিনিট লাগে।একটি নিদিষ্ট সময়ে নৌকাটি ছাড়ে।সকাল ৭.১৫ এবং দুপুর ১২টায়।এর আগে ও পরে যাতায়াতের কোন ব্যবস্হা নাই।

গ্রামটিতে প্রায় ১৩০০০ মানুষের বসবসাস।দায়িত্ব নেওয়ার পর অনেক দিন পর্যন্ত একটা নৌ-এ্যাম্বুলেন্সের কথা বিভিন্ন ভাবে বলে আসছি।আজকে অনেকদিনের চাওয়ার পরিপূর্ণতা পেল।এভাবেই টিম রামগতি কাজ করে যাচ্ছে।

এ্যাম্বুলেন্সটি অর্থায়ন করেছে স্থানীয় সংসদ সদস্য ,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। এর বিশেষত্ব,রোগীদের জন্য একটা সিট সাথে অক্সিজেন সিলিন্ডার। রোগীর সাথে ৪ জন বসার ব্যবস্হা।

জ্বালানি ও চালকের ব্যয় বহন করছে উপজেলা পরিষদ।নিয়মিত টীকাদান কর্মসূচি, কোরনা টীকা অথবা স্বাস্থ্য বিভাগীয় যে কোন কার্যক্রমে, রোগী আনয়নের জন্য স্বাস্থ্য বিভাগের জন্য অপরিহার্য যান এই নৌ এ্যাম্বুলেন্সটি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *