নড়াইলে সাংবাদিক মিল্টনের উপরে সন্ত্রাসী হামলাকারী আসামিদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সাংবাদিক মিল্টনের উপরে সন্ত্রাসী হামলাকারী সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের সন্ত্রাসী,চাদাবাজ,মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মনিরসহ বাকি আসামিদের দ্রুত আটকের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় সিংগাশোলপুর বাজার ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মহাসচিব মো:সুমন সরদার। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রিয় নেত্রীবৃন্দ। এসময় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রিয় নেতা নড়াইলের সাংবাদিক মো:রফিকুল ইসলাম,সাথি তালুকদার,রেজোয়ান হোসেন রাজা,তরিকুল ইসলাম,জামির হোসেন,
মো:সাহিদ হোসেন,খন্দকার আনিসুর রহমান,তামিম আহম্মেদ মনির,মো:হান্নান শেখ,কামাল,লিটন,রাজিয়া সুলতানা তূর্ণা সফিকুল,মো:নুরুন্নবী সামদানীসহ অন্নান্য সাংবাদিক বৃন্দ প্রমূখ।এদিকে,সন্ত্রাসী,চাদাবাজ,
মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মনিরসহ তার সন্ত্রাসীবাহীনি বার বার সাংবাদিক মিল্টন কে বিভিন্ন ভাবে হত্যার হুমকি সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে এবং সাংবাদিক মিল্টন এর ছোট ভাই ফরেষ্ট অফিসার মো:আব্দুল্লাহ্ শেখ এর কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবি করে এবং গত (২৯ সেপ্টেম্বর) সিংগাশোলপুর বাজারের কৃষিবিপণন কেন্দ্র থেকে রাতে বাড়ি ফেরার পথে বিধানের মোড়ের আগে নির্জন স্থান থেকে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিক মিল্টন শেখ এর বড় ভাই মেহেদি শেখ এর কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় ও স্বজনদের জানালে তাৎখণিক স্থানীয় এবং স্বজন’রা ছিনতাইকারী মনিরসহ তার সঙ্গীদের খুজতে গেলে একই দিন রাতে ছিনতাইকারী’রা সাংবাদিক মিল্টন শেখ কে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র রামদা,সেন-দা দিয়ে এলোপাথাড়ি ভাবে হত্যার উদ্দেশে শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এসময় সাংবাদিক মিল্টনের আর্তচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আসামি”রা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মিল্টনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরে অবস্থার আরো অবনতী হলে আবারও সাংবাদিক মিল্টনের অপারেশনের জন্য গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে মাথায় ৫৮ সেলাই এবং পায়ে ৭ টা সেলাই করে অপারেশন সম্পন্ন করেন। পরে গত (১ অক্টোবর) শনিবার সাংবাদিক মিল্টনের ছোট ভাই আব্দুল্লাহ্ শেখ বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি চাদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন,নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের মনির শিকদার (৩৫),পিতা-মৃত,আলতাব শিকদার ও একই ইউনিয়নের শোলপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যা (৪৫),পিতা-হোসেন মোল্যাসহ আরো অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন,যার মামলা নং -০১। মামলার পরে আবারও সন্ত্রাসী মনিরগং’রা গত (১৬ অক্টোবর) মামলা তুলে নিতে হুমকি ধামকী প্রদান করলে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মিল্টন নড়াইল সদর থানায় একটি জিডি করেন,যার জিডি নং-৬৫১।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *