বিনোদন প্রতিবেদক ঃ সম্প্রতি একসাথে ঘনিষ্টভাবে দেখা গেছে বাংলা চলচ্চিত্র জগতের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীকে।
তারা আসলে কোথায় আছেন? কি করছেন তারা?-এমন নানা প্রশ্নে মুখর নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে চলছে নানান গুঞ্জন, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তাদের ঘনিষ্ট আলাপচারিতার কিছু ছবি।
একটি ছবিতে দেখা গেছে দুই জনই হালকা আকাশী রংয়ের রাতের পোশাক পরে আছেন। নিশো এবং মেহজাবিন তাদের ফোনে একে অপরকে কি যেন দেখাচ্ছেন।
নিশোর হাতে অরেঞ্জ কালারের কাভার পরানো একটি ফোন এবং মেহজাবিনের হাতে হালকা আকাশী রংয়ের কাভার পরানো ভিন্ন একটি ফোন।
সোস্যাল মিডিয়ার একটি ছবিতে একজন কমেন্ট করেছেন, তারা মনে হয় অনলাইনে কিছু অর্ডার করছেন।
তবে তারা একসঙ্গে কেন? নাকি অন্যকিছু? অন্য আরেকজন লিখেছেন, তারা কোনও নাটকে নাকি নতুন কোনও সিনেমায় এক সঙ্গে অভিনয় করছেন?
তানজিনা নামের একজন লিখেছেন, সামনে ইকমার্স খাতের সবচেয়ে বড় ক্যাম্পেইন ডে (১১-১১) আসছে।
আরও একজন লিখেছেন, ১১-১১ ক্যাম্পেইনের কিছু বিজ্ঞাপন চিত্রে জুটি হিসেবে আবির্ভাব হচ্ছে আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীরর। আসলেই কি তাই? নাকি নতুন কোনও নাটকে অভিনয় করছেন তরা? তবে তারা যেটাই করুক ভালো কিছু হবে।