সুমন হোসেন (যশোর) ঃ যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এর সঠিক দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল বেলাল হোসাইন, পিপিএম এঁর সার্বিক তত্ত্বাবধানে এসআই সালাউদ্দিন খান, এসআই জয়ন্ত সরকার, এসআই আনসারুল হক, এসআই আলিমুজ্জামান গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শনিবার ২২ অক্টোবর ১২ টা ৪৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে কোতয়ালী মডেল থানাধীন টিবি ক্লিনিক এর পিছনে জনৈক প্রশান্ত এর পরিত্যক্ত জায়গার উত্তর পাশের সীমানার প্রাচীর এর পাশ হতে তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন @ ট্যাটো সুমন @ ইমন কে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, গ্রেফতার কৃত আসামী সুমনের বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজি মামলা ২টা, মাদক মামলা ২টা সহ মোট ৯টা মামলা বিচারাধীন রয়েছে।
আসামীর নাম-ঠিকানা যথাক্রমে, সুমন @ ট্যাটো সুমন @ ইমন (২৭), পিতা- বাবু @ কানা বাবু @ আফজাল, সাং- টিবি ক্লিনিক মোড়, থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতের বিবরন যথাক্রমে, দেশীয় তৈরি ওয়ান শুটারগান ০১টা এবং ১ (এক) রাউন্ড কার্তুজ। গ্রেফতার কৃত সুমনের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।