নিজস্ব প্রতিনিধি ঃ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হচ্ছে।
২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেদিন থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। এ বছর ষষ্ঠ বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে।
সড়ক পরিবহণ সেক্টরের শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণের পাশাপাশি নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।