নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ২৮ অক্টোবর, সকাল ১০ টায় “হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাষ্টার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুর পুলিশ লাইন্সে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জেলা পুলিশ এবং জেলা ক্রীড়া সংস্থা শরীয়তপুর এর সার্বিক ব্যবস্থাপনায় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা “Marks Active School Chess Champs” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ হাসান, জেলা প্রশাসক শরীয়তপুর।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভাস্কর সাহা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) শরীয়তপুরসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ও জেলা ক্রীড়া
সংস্থার কর্মকর্তাগণ।
