নড়াইলে মতুয়া সংগঠনের লাল্টু গুসাই পরলোক গমনে হাজার হাজার ভক্তবৃন্দুদের কান্নার আজাহারী

Uncategorized অন্যান্য


মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পূর্ব শিমাখালী গ্রামের মৃত-অধীর চন্দ্র মজুমদারের ছেলে রুপকুমার মজুমদার ওরফে (লাল্টু গুসাই) স্টক জনিত কারনে ঢাকা’র একটি বেসরকারি হাসপাতালে গত (২৭ অক্টোবর) বিকালে পরলোক গমন করেন। জানা যায়,নড়াইল শহর থেকে লাল্টু গুসাই বাড়ি ফেরার পথে ধোপাখোলা মোড় এলাকার কিছু দুর সামনে লাল্টু গুসাইকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন,কর্তত্বরত চিকিৎসক। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাল্টু গুসাই পরলোক গমন করেন। রুপকুমার মজুমদার ওরফে লাল্টু গুসাই (৩৭) বছরে বিবাহিত জিবনে একটি কন্যা সন্তান রেখে গেছেন। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা’র সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক,শ্রিধাম উড়াকান্দি,কাশিয়ানী গোপালগঞ্জ,শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন এবং একই ইউনিয়নের শিখালী কমলাপুর ভবতারিনী হরি মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে দির্ঘদিন ধরে ন্যায় নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে এসেছেন। (২৭ অক্টোবর) শুক্রবার দুপুরে শিখালী কমলাপুর মহাসশানে পারিবারিক ভাবে সমাধী করা হয়। সমাধী স্থলে তার রেখে যাওয়া হাজার হাজার ভক্তবৃন্দুদের কান্নায় শোকের ছায়া নেমে আসে।
শিখালী কমলাপুর গ্রামসহ স্থানীয়’রা যানান,লাল্টু গুসাই সুধু একজন ভালো মানুষই নয় তার চেয়ে ভালো কোন মানুষ আছে কি না সন্দেহ বলেও জানান,তার ভক্তবৃন্দু’রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *