অধ্যক্ষ আবদুর রশীদ সমর্থক গোষ্ঠি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ পালিত

Uncategorized অন্যান্য



জামালপুর জেলা প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে অধ্যক্ষ আবদুর রশীদ সমর্থক গোষ্ঠি’র আয়োজনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস,নৈরাজ্য এবং নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়।এতে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবদুর রশীদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.হারুন অর রশিদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন,সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা,সাবেক যুগ্ম সম্পাদক এম এ গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের ও মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সরিষাবাড়ী কলেজ এর উপাধ্যক্ষ মিজানুর রহমান। প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক দলীয় ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *