খুলনায় নারীর রাজনৈতিক ক্ষমতার নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



পিংকি জাহানারা ঃ খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবির বালু মিলনায়তনে গতকাল ৫ নভেম্বর,সকাল ১১ টায় নারীর রাজনৈতিক ক্ষমতার নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ টি প্রকল্পের ( Helvetas, Prip Trust, Khan Foundation, Emocracy Watch, রুপান্তর, অপরাজিতা, সুইজারল্যান্ড) মেম্বাররা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী,জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, খুলনা জেলা মহিলা দলের সভাপতি রণি আক্তার, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা নিশা ( বটিয়াঘাটা উপজেলার সংরক্ষিত আসনের সদস্য), সাইদা ইসলাম নয়ন, সুষ্মিতা রাণী গাইন।
এছাড়া এ অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ।
এ সভায় বিভিন্ন স্লোগানকে সামনে রেখে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কীভাবে অধিষ্ঠিত করা যায় তা নিয়ে মতামত প্রদান করেন নারীকর্মীরা।

নারীরা ইউনিয়ন পরিষদের সবকটি আসনে (১৩টি) প্রতিদ্বন্দ্বীতা করতে পারে,কিন্তু পুরুষরা প্রতিদ্বন্দ্বীতা করতে পারে কেবল ১০ টি আসনে, স্থানীয় সরকারের সংরক্ষিত নারী আসনের দায়-দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেয়া এবং তাদের বিভিন্নভাবে প্রণোদনা দেয়া যাতে তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে,নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া নারীর পূর্ণবিকাশ সম্ভব নয়,নারী হোক রাজনৈতিক সম-অংশীদার, নারী নির্যাতনকে না বলুন,রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির শেষ সময়সীমা ২০২৫ সাল বেধে দেয়া হোক,রাজনৈতিক দলের কমিটিতে নারীদের সম্পৃক্তকরণের অগ্রগতি প্রতিবেদন প্রতি বছর নির্বাচন কমিশনের কাছে দাখিল করতে হবে,সকল পর্যায়ের নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে,আমরা নারী আমরাই পারি,রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/ সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যে কোন গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্তিকরণে বিষয়টি আবশ্যক করতে হবে।রাজনৈতিক দলের সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহনে নারীর সমান অংশগ্রহণ চাই””
এ উপপাদ্যকে সামনে রেখে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বাস্তবে রুপ দেয়ার জন্য নারীকর্মীরা আবেদন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *