রাজশাহীতে মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গতকাল শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর নানকিং দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। অনুষ্ঠান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব আলী শিকদার। এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যম হিসেবে মোহনা টিভি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনভাবে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে গণমাধ্যম হিসেবে দেশের গণমানুষের কণ্ঠস্বর তুলে আনতে মোহনা টিভির অগ্রণী ভূমিকা পালন করছে। এর আগে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন শাখা, এসএটিভি, দীপ্ত টিভি, জিটিভি, এখন টিভি, পদ্মাটাইমস, বাংলার জনপদ, দৈনিক নতুন প্রভাত, ধুমকেতু নিউজ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী উইমেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর ১৩ পাউন্ডের কেক কাটেন অতিথিরা। এদিকে বিকেল ৪:৩০ এ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান ও টিভি চ্যানেল লিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানান। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য আরিফুল ইসলাম, সদস্য সাগর নোমানী, সদস্য হাবিবা খাতুন, সদস্য আলামিন হোসেন, সদস্য নুরুজ্জামান টিটু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *