বিমান বাহিনী প্রধান কর্তৃক বিএএফ শাহীন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ২০ শে নভেম্বর, বিএএফ শাহীন কলেজ ঢাকার জন্য নতুন কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি। উল্লেখ্য যে, বিএএফ শাহীন কলেজ ঢাকার জন্য একটি ১২ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মিত হলে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এর কলেবর অনেকাংশে বৃদ্ধি পাবে এবং শিক্ষাবিস্তারে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএএফ শাহীন কলেজ আরও সুদৃঢ় ভুমিকা পালনের জন্য দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক বি বা ঘাঁটি বাশার, প্রিন্সিপাল শাহীন কলেজ ঢাকা ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *