মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
জননেতা প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ মাহ্ফিল,শোক র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত। প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাসের (২য়) মৃত্যু বার্ষিকী উপলক্ষে (২৬ নভেম্বর) শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় জাহাঙ্গীর বিশ্বাসের সরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা পক্ষে মাশরাফী বিন মোর্ত্তজা’র গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন,জেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুভাশ চন্দ্র বোস,জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,পৌর-মেয়র আঞ্জুমান আরা,জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি পরিষদ,এ্যাডঃ কয়েজ,এ্যাডঃ বসির,আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ,
স্বেচ্ছাসেবক-লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম উজ্জ্বল,জেলা যুব মহিলা লিগ,নড়াইল বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো,
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন,নড়াইল জেলা রেন্টেকার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বাবু মিঠু ভর্টাচার্জ প্রমূখ। এসময়,হাজার হাজার সুভাকাংক্ষী ও ভক্ত’রা একটি শোক র্যালি নিয়ে রুপগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। এসময়,প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাসের (২য়) মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি পরিষদ নড়াইলের আয়োজনে কাউনসিলর শরফুল আলম লিটু’র সভাপতিত্ব বঙ্গবন্ধু মঞ্চে জাহাঙ্গীর বিশ্বাসের জীবনী তুলে ধরেন,নড়াইল জেলা আওয়ামী-লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ,জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন,রেন্টেকার শ্রমিক ইউনিয়ন,ট্রাক শ্রমিক ইউনিয়ন,বনিক সমিতি,ইজিবাইক সমিতি সহ অন্নান্য সংগঠনের নেত্রীদৃন্দ প্রমূখ। বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুভাশ চন্দ্র বোস,জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ দুফান, পৌর-মেয়র আঞ্জুমান আরা,এ্যাডঃ কয়েজ,এ্যাডঃ বসির,আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ,স্বেচ্ছাসেবক-লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম উজ্জ্বল,নড়াইল বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন,নড়াইল জেলা রেন্টেকার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বাবু মিঠু ভর্টাচার্জ প্রমূখ। বক্তা’রা জাহাঙ্গীর বিশ্বাসের আত্নার শান্তিকামনায় এক মিনিট নিরাবতা পালন করে প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাসের জন্য দোয়া করেন এবং আল্লাহ্ যেন জাহাঙ্গীর বিশ্বাসকে বেহেস্ত নসিব করেন। পরে জাহাঙ্গীর বিশ্বাসের বড় ছেলে রিজভি বিশ্বাস তার পিতা’র জন্য সকলের কাছে দোয়া কামনা করনে।আলোচনা সভা শেষে জাহাঙ্গীর বিশ্বাসের অফিসের সামনে গণভোজের আয়োজন করা হয়।
