বিশেষ সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ “হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব/ নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যে আট দিনের নাট্যোৎসবের আয়োজন করেছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

ষোড়শ আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১ ডিসেম্বর। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ৮ ডিসেম্বর পর্যন্ত দেখানো হবে মোট ১৫টি নাটক।
ঢাবির বার্ষিক নাট্যোৎসবে এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী দিনেই তাকে সম্মাননা জানানো হবে।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান বলেন, বাংলাদেশের নাট্যচর্চায় ঢাবি কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গুরুত্বপূর্ণ একটি জায়গা তৈরি করে নিতে পেরেছে। এটা আমাদের জন্য ভালোলাগার। উৎসবে এবার আসাদুজ্জামান নূরকে বিশেষ সম্মাননা জানানো হবে।

এ বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, সম্মাননা পাওয়ার খবরটি তো অবশ্যই আনন্দের। এর আগে যারা এই সম্মাননা পেয়েছেন, তারা দেশের নাট্যচর্চায় বিশিষ্টজন। তাদের পাশাপাশি এবার আমাকে বিবেচনা করা হয়েছে, এটা তো অবশ্যই ভালোলাগার।

উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী শুরু হবে। নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা; আর অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *