নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বুধবার ৩০ নভেম্বর, বিকাল ৩ টাশ ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ মাঠে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করেন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দন শীল, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, তানভীর আহমেদ টিটু, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, এস এম রফিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, সিআইডি, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ও জনাব আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে এবারের আসরে ঢাকা রেঞ্জের ১১টি জেলার পুলিশ কাবাডি দল অংশগ্রহণ করবে। আগামী ৩ ডিসেম্বর, চুড়ান্ত খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
