!! সড়ক দূর্ঘটনায় দি রেডিসান ল্যাবরেটরীজ এর রিপ্রেজেনটেটিভ পলাশ কুমার বিশ্বাসের করুণ মৃত্যু !!
নিজস্ব প্রতিবেদক ঃ দি রেডিসান ল্যাবরেটরীজ লিমিটেড এর সাতক্ষীরা রিজিয়নের “পলাশ কুমার বিশ্বাস ” সাতক্ষীরা সদর ২ এলাকার রিপ্রেজেন্টেটিভ গত সোমবার ৬ ডিসেম্বর আনুমানিক রাত ১২ টার সময় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ডলফিন পরিবহনের একটি বাসের ধাক্কায় মটর সাইকেল সহ প্রায় হাফ কিলোমিটার ছিচরে নিয়ে যায়। স্হানীয়রা সেখান থেকে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে রাত্রী আনুমানিক ২টার সময় মারা যায়। দূর্ঘটনা ঘটার সংবাদ পেয়ে সংগে সংগে রেডিসান কোম্পানীর চেয়ারম্যান রাতেই সেখানে উপস্থিত হয়েছেন এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করেও বাঁচাতে পারেন নাই। মটর সাইকেলে দুইজন ছিলেন পিছনের জন বেঁচে থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল। গত সোমবার ৬ ডিসেম্বর বেলা ১২ টার পর সেও খুলনা মেডিক্যালে মারা যায়।
“পলাশ” একজন খুব ভাল সেলসম্যান,নম্র ভদ্র ও ভাল প্রেসক্রাইবার ছিল। তার এই অকাল মৃত্যুতে রেডিসান পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত।
কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালকবৃন্দগন গভীরভাবে শোকপ্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
