৯ অভিনেত্রীকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নুসরাত ফারিয়া

Uncategorized বিনোদন


বিনোদন প্রতিবেদক ঃ ৯ অভিনেত্রীকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নুসরাত ফারিয়া, যাদের পেছনে ফেলে এগিয়ে গেলেন সেই নয় অভিনেত্রীর মধ্যে কোয়েল মল্লিক কৌশানি জয়া আহসান নুসরাত জাহান নুসরাত ফারিয়া পূজা বসু প্রিয়াঙ্কা সরকার মধুমিতা সরকার মিমি চক্রবর্তী ও ঋতাভরী শুভশ্রী শ্রাবন্তী।

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ঢালিউড তারকাদের একজন নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন নিয়মিত।

এবার ছবি এবং ভিডিও শেয়ারের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় নতুন রেকর্ড গড়লেন ফারিয়া। কলকাতার শীর্ষ ৯ অভিনেত্রীকে পেছনে ফেলে ১ নম্বরে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারীর তালিকায় শীর্ষে থাকা ১০টি অ্যাকাউন্টের মধ্যে এক নম্বরে আছে নুসরাত ফারিয়ার অ্যাকাউন্টটি। যার বর্তমান ফলোয়ার সংখ্যা ৩৮ লাখ।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে। ফলোয়ারের সংখ্যা বিবেচনায় ফারিয়ার পরপরই আছে, শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত জাহান, জয়া আহসান, কৌশানি, কোয়েল মল্লিক, মধুমিতা সরকার, প্রিয়াঙ্কা সরকার, পূজা বসু, মিমি চক্রবর্তী ও ঋতাভরী চক্রবর্তীর নাম।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার চলচ্চিত্র। একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’, ‘অপারেশন সুন্দরবন’।

এদিকে, নুসরাত ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের নতুন সিনেমা ‘ফুটবল-৭১’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’, ‘বিবাহ অভিযান-২’সহ একাধিক সিনেমা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *