নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান এর নেতৃত্বে, টিম-৩১ এর অফিসার ও ফোর্স সহ বুধবার ২৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম ও বেবী আক্তারদের ৭,০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো টেকনাফ থেকে স্বল্পমূল্যে ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অধিক লাভে বিক্রয় করার জন্য এনেছিল মর্মে স্বীকার করে।
