মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে,এছাড়া আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
নিহতরা হলেন-মা নাজমা বেগম ও ছেলে তাছিম শেখ।
বিষয়টি নিশ্চিত করেছেন,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম। (৩০ ডিসেম্বর) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী’রা জানান,নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকজন অপরপাড়ে পার বাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। কিছুদূর গেলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়’রা উদ্ধার অভিযান চালাচ্ছেন,এছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন। কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন,নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিলো এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন,তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
