কুটনৈতিক বিশ্লেষক ঃ রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয় বলে দাবি করে কিয়েভ। তবে রাশিয়া সেই হামলায় ৮৯ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে আজ। মস্কো বলছে, সৈন্যরা অনুমতি ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করায় নেটওয়ার্ক ট্র্যাস করে এই হামলা করতে সক্ষম হয়েছে ইউক্রেন।
এছাড়াও রুশ সৈন্যদের আরো একটি ভুল লক্ষ্যণীয় যে, তারা একটি অস্ত্রগোদামের কাছেই ক্যাম্প স্হাপন করেছিল। অস্ত্রগোদামে ইউক্রেনের মিসাইল হামলার ফলে রাশিয়ান গোলাবারুদগুলো পর্যায়ক্রমে বিষ্ফোরিত হলে একসঙ্গে এত সংখ্যক সৈন্য মারা যায়। (তথ্য সূত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)