নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ১৩ জানুয়ারী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন) বিকাশ চন্দ্র দাস এর নেতৃত্বে নিয়মিত মনিটরিং করা হয়।
উল্লেখিত মনিটরিং এ ধার্য্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে ১৯০০০ (উনিশ হাজার ) টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান, অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন) বিকাশ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও
জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
