সিটিটিসির ডিজিটাল ফরেনসিক টিমের অভিযানে হুজির ৬ সক্রিয় সদস্য গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র সিটিটিসি, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অনলাইনের নিয়মিত মনিটরিং এর মাধ্যমে আসামীরা BiP Apps উগ্রবাদী ও আক্রমনাত্মক বিষয়ে আলোচনা কারী এবং যেকোন সময় বাংলাদেশের যেকোন স্থানের গুরুত্বপূর্ন স্থাপনায় বড় ধরনের জঙ্গী হামলা পরিকল্পনাকারীদের সনাক্ত করে।

আসামীরা উক্ত অ্যাপসটি ও Telegram গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে উগ্রবাদী ও আক্রমনাত্মক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করত। আসামীরা বাংলাদেশের গুরুত্বরপূর্ণ স্থাপনায় হামলা করা জন্য বিভিন্ন দেশ হতে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বাংলাদেশের অভ্যান্তরে অবস্থান করে তাদের হুজি সদস্য সংগ্রহ করে অস্ত্রসহ জঙ্গী প্রশিক্ষণ প্রদান করত।

ডিসি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল ফরেনসিক টিমের সদস্যদের সহযোগীতায় আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। আসামীদের বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডকালে আসামীদের নিকট হতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে মর্মে আশাবাদী।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *