বাণিজ্য মেলায় ভোক্তা অধিদপ্তরের মনিটরিং কার্যক্রম পরিচালনা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ২৮ জানুয়ারি, ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (গবেষণাগার) রিনা বেগম এবং সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান এর নেতৃত্বে দুটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত মনিটরিং কার্যক্রম পরিচালনা কালে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০০০(ছয় হাজার) টাকা জরিমানা করা হয়।

মনিটরিং এর পাশাপাশি আজ ২টি অভিযোগ নিষ্পত্তি করা হয় যার ১টি আপোষ মীমাংসায় ও ১টিতে ২০০০ (দুই হাজার ) টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% টাকা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও
জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *