নিজস্ব প্রতিবেদক ঃ বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর ৫০তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তেজগাঁওস্থ কলেজের খেলার মাঠে সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং শের-ই-বাংলা হাউজ রানার-আপ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর-এর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আ ন ম আব্দুল হান্নান, বিইউপি একই দিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ১ম থেকে দ্বাদশ শ্রেণির ঈশা খাঁ, নজরুল, তিতুমীর ও শের-ই-বাংলা হাউসের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
