নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১ ফেব্রুয়ারি, “দেশী পণ্য কিনে হোন ধন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিসিক জেলা কার্যালয়, নীলফামারী এর আয়োজনে জেলা প্রশাসন নীলফামারীর সার্বিক সহযোগিতায় নীলফামারী বড় মাঠে বিসিক উদ্যোক্তা মেলা নীলফামারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, মোঃ সাহেদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী, জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নীলফামারী, এস এম শফিকুল আলম (ডাবলু) সভাপতি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুসনে আরা খাতুন, উপ-ব্যস্থাপক, বিসিক জেলা কার্যালয়, নীলফামারী এবং সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান (উপসচিব) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীলফামারী।
