নিজস্ব প্রতিনিধি ঃ “স্থানীয় পণ্য, কিনে হই ধন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে বুধবার ১! ফেব্রুয়ারি, সকাল ১১ টায় বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাহিদ ফারুক, এমপি, প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক বরিশাল, এনায়েত হোসেন চৌধুরী, সদস্য, পরিচালক পর্ষদ, এসএমই ফাউন্ডেশন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
