পিবিআই প্রধানের সাথে ইসিট্যাপ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ১৪ ফ্রেব্রুয়ারী, সকাল ১১ টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের International Criminal Investigation Training Assistance Program (ICITAP) এর Counter Wildlife Trafficking Team এর প্রতিনিধি জনাব ক্রেইগ ফুলস্টোন, ওয়াইন্ডলাইফ ট্রাফিকিং এডভাইজার পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তারা বন্য প্রাণী পাচার রোধ কার্যক্রমে পিবিআইকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় পিবিআই এর চৌকস প্রতিনিধিদের বন্য প্রাণী পাচার রোধ কার্যক্রমে সম্পৃক্ত করার অনুরোধ করেন ক্রেইগ ফুলস্টোন।

এ বিষয়ে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম বন্যপ্রাণী পাচারকারীদের আইনের আওতায় আনার জন্য অফিসারদের সম্পৃক্ত করার বিষয়ে প্রতিনিধিদের আস্বস্ত করেন।
ক্রেইগ ফুলস্টোন এর সাথে ছিলেন ড. নাসির উদ্দিন, ডিডিএম, পিজিডি, পিএইচডি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (সিউব্লিউটি)।

পিবিআই এর পক্ষে উপস্থিত ছিলেন সায়েদুর রহমান, অতিরিক্ত ডিআইজি, ঢাকা বিভাগ, আহসান হবীব পলাশ, বিশেষ পুলিশ সুপার, এসআইএন্ডও এবং কাজী আখতার-উল-আলম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিবিআই হেডকোর্য়ার্টার্স।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *