মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)। এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। এর মধ্যে বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান। এ দুর্ঘটনায় দু’টি পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।