মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা এবং ৩১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ (দুই) জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যাবসায়ী কাজী হামিদুর রহমান রাজিব(৩৪), পিতা-কাজী গোলাম মোস্তফা, সাং-মহেশ্বরপাশা কালি বাড়ী মেইন রোড, থানা-দৌলতপুর এবং মোছাঃ শাম্মী বেগম(৪০), পিতা-মোঃ গাউস খান, সাং-ফরাজীপাড়া রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-১৬৮/২(সি) শেরে বাংলা রোড, থানা-খুলনা।
উপরোক্ত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ১ কেজি গাঁজা এবং ৩১ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
