নিজস্ব প্রতিবেদক ঃ চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার ২৫ ফেব্রুয়ারি র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর জেলা হতে ০৩ টি মোটরসাইকেল যোগে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর এর দিকে আসছে ।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি শনিবার ২৫ ফেব্রুয়ারি, আনুমানিক রাত সাড়ে ১২ টায় জিএমপি’র কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী বাসস্ট্যান্ড একতা সুপার মার্কেট মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ বুলু মিয়া (৩২), পিতা-মৃত ছলিম উদ্দিন, রংপুর, মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা-আজাহার আলী, রংপুর মোঃ শাহাবুল ইসলাম কবীর (২৪), পিতা-মোঃ আনছার আলী, রংপুর এবং মোঃ বকুল মিয়া (২৮), পিতা-জহুর আলী, রংপুরদের’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ২১৬ বোতল ফেন্সিডিল, মাদক বহনের কাজে ব্যবহৃত ৩ টি মোটর সাইকেল, ৬ টি মোবাইল ফোন ও নগদ ৭,৭৫০ টাকা জব্দ করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
