অভয়নগর প্রতিনিধীঃ
যশোরের অভয়নগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজা ও ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ পশ্চিমপাড়া ও বুইক’রা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত’রা হলেন,উপজেলার বাগদাহ গ্রামের পশ্চিম পাড়ার মৃত-খোদাবক্সের ছেলে আতিয়ার রহমান ওরফে গাঁজা আতি (৬০) এবং উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে শাহিন সরদার মিজু (২৫)। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বাগদাহ গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে আতিয়া রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে পুকুর পাড়ে কলাগাছের মাঝে গর্ত খুড়ে দুটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। দুটি ড্রামের মধ্যে একটি থেকে পলিথিনে মোড়ানো পাঁচ কেজি ছয়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী
ইতোপূর্বে তার ছেলে মামুনকে প্রায় ১৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছিল। একই রাতে অপর এক অভিযানে উপজেলার বুইক’রা গ্রামের বৌবাজার এলাকা থেকে ১৩০ পিস ইয়াবসহ শাহিন সরদার মিজু (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। সে উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে। দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম হাসান জানান,আটক দুই জনের বিরুদ্ধে রবিবার অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
