আবারো পাকিস্তানি হানি ট্র্যাপের শিকার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা

Uncategorized আন্তর্জাতিক



কুটনৈতিক বিশ্লেষক : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্টকে ভারতের গোপনে মিসাইল পরীক্ষার তথ্য পাচার করার অভিযোগে ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।গত শুক্রবার ৫১ বছর বয়সী বাবুরাম দে কে উড়িষ্যার বালেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে।

বাবুরাম দে মিসাইল পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের টেলিমেন্ট্রি বিভাগের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ছিলেন। তার ফোন পরীক্ষা করে জানা গেছে, মিসাইল পরীক্ষার প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তিগত তথ্য পাকিস্তানের গুপ্তচরকে গোপনে পাঠিয়েছেন তিনি।এছাড়া ডিআরডিওতে প্রবেশ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ এলাকারও ছবি তিনি পাঠিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে বাবুরাম ওই পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছেন। যেখানে শুধুমাত্র পাকিস্তানি নারীর অন্তরঙ্গ ছবি এবং ভিডিওর লোভে একের পর এক তথ্য পাচার করতে থাকেন ডিআরডিও এর এই কর্মকর্তা।

এদিকে ডিআরডিও’র কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রায় সব মিসাইল পরীক্ষার সময় বাবুরাম উপস্থিত ছিলেন। মিসাইল উৎক্ষেপণে অতি স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ ও প্রযুক্তিগত তথ্যও বাবুরামের কাছে ছিল। ঠিক কতখানি গোপন তথ্য পাকিস্তানে পাঠিয়েছেন বাবুরাম, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পাকিস্হানের হানিট্র্যাপ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও, বিভিন্ন প্রতিরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তানের গুপ্তচরদের ফাঁদে পা দিচ্ছে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *