নড়াইলে ২টি ইট ভাটায় পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার তিনটি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদফতরের অভিযানে দুইটি ইট ভাটা থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী কালিয়া উপজেলার বড়নাল,মাধবপাশা ও নড়াগাতি থানার জয়নগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে,নডাইল জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ উদ্দিন মিয়া ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান নেতৃত্বে পরিবেশ অধিদফতর,নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ জেলা পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার বড়নাল,মাধবপাশা ও নড়াগাতি থানার জয়নগর এলাকায় অবৈধ ইট ভাটা ও জ্বালানী কাঠ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও অবৈধ ইট ভাটা হওয়ায় বড়নাল এলাকার মেসার্স স্বস্তি এন্টারপ্রাইজ ব্রিকস ও মাধবপাশা এলাকার মা ব্রিকস নামক দুইটি ইট ভাটা স্কেভেটর ও ট্রাকটরের সাহায্যে চিমনী,কিলন সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয় এবং জ্বালানী কাঠ ব্যহারের করায় মেসার্স স্বস্তি এন্টারপ্রাইজ ব্রিকসকে ৪০ হাজার টাকা ও মাধবপাশা এলাকার মা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতর,নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদী জানান,নড়াইল জেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইট ভাটা ও জ্বালানী কাঠ ব্যাবহার সমূহের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *