নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৯তম ফাতেহা শরীফ ও কেবর মেলা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলাধীন ১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুরে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত। চারণ কবি মরহুম গোলাম কিবরিয়া’র (৪৯ তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাতেহা শরীফ ও কেবর মেলা পালিত হয়েছে। চারণ কবি মরহুম গোলাম কিবরিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে (৬ মার্চ) সোমবার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও চারণকবি গোলাম কিবরিয়া সাহেবের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন,শেখ রবিউল ইসলাম, সভাপতি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ও সম্পাদক কেবর স্মৃতি পরিষদ মির্জাপুর নড়াইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আঞ্জুমান আর।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জননেতা জনগনের বন্ধু ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খান আরিফুল ইসলাম হিলন,কান্ট্রি ম্যানেজার-ডেবিড হাওয়ার্ড,ইউকে লিমিটেড,সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন,ফাতেহা শরীফের কার্যনির্বাহী পরিষদের শেখ রবিউল ইসলাম,সভাপতি সৈয়দ রিয়াজ আলী,সহসভাপতি শেখ আজানুর রহমান,সহসভাপতি শেখ মনিরুজ্জামান টুলু,সহ-সভাপতি শেখ বাবলু,সহ-সভাপতি শেখ আকিদুল ইসলাম,সম্পাদক খন্দকার মঈনউদ্দীন,সহ সম্পাদক শেখ হাদিউজ্জামান উজ্জ্বল,সহ সম্পাদক মিনা ইলিয়াস হোসেন,কোষাধ্যক্ষ চারনকবি শাজাহান আলী। এ সময়,বক্তা’রা চারণ কবি মরহুম গোলাম কিবরিয়া’র আত্মার শান্তি কামনা করে,কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ চারণকবি মরহুম গোলাম কিবরিয়া’র জীবনী সকলের সামনে তুলে ধরেন এবং তার গুণেভরা কর্মকান্ড সকলের সামনে উপস্থাপন করেন। বক্তার আরো বলেন,চারণকবি মরহুম গোলাম কিবরিয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর তার আত্মার শান্তি কামনায় ফাতেহা শরীফ ও কেবর মেলা উদযাঁপন করা হবে বলেও জানান। এ সময় সার্বিক নিরাপত্তায় ছিলেন,মির্জাপুর পুলিশ ফাড়ি’র কর্তব্যরত আই সি ও পুলিশ সদস্যগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *