নিজস্ব প্রতিবেদক : পিবিআই এর বিভিন্ন ইউনিট কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, পিবিআই এর বিভিন্ন ইউনিট কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ পূর্বক বঙ্গবন্ধুর-প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কারণে বাংলার আপামর জনতা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ১৮ মিনিটের দীর্ঘ সেই ভাষণটি বাঙালি জাতির মনে এক আত্মবিশ্বাস যুগিয়েছিল, যার মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে প্রতিষ্ঠা করে আমাদের স্বাধীনতা।
